" To walk in nature is to witness a thousand miracles ".
Travel photography is more than just a great image capture. Here’s to telling a story, educating, real people, real stories, real moments, and inspiring and what exactly is travel photography.
I want to be free like a butterfly flying and dancing with glee.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
I want to be free like a butterfly flying and dancing with glee.
My Instagram Id - https://www.instagram.com/photographysonu/?utm_medium=copy_link
Follow me ....
দুর্গা হলেন হিন্দুদের দেবী । দেবীর আর একনাম পার্বতীর । তিনি বাঙালীদের জনপ্রিয় দেবী। হিন্দুরা তাকে মহাশক্তির রুপ মনে করেন। দেবীর অন্যান্য নাম হল চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুরসংহারিণী নারায়ণী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি। দেবী দুর্গার অনেকগুলি হাত। তার অষ্টাদশভুজা, ষোড়শভুজা, দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভূজা মূর্তি দেখা যায়। তবে দশভুজা রূপটিই বেশি জনপ্রিয়। তার বাহন সিংহ । মহিষাসুরমর্দিনী-মূর্তিতে তাকে মহিষাসুর নামে এক অসুরকে বধরতা অবস্থায় দেখা যায়।তার অনেক রূপ তার মধ্যে কালী রূপটি অতি জনপ্রিয়। ...
Bird Name - Citrine Wagtail Scientific Name - Motacilla Cinerea Bengali Name - হলদে মাথা খঞ্জন। Youtube Link - https://youtu.be/vC9dHaRpF00 দেশে প্রায় আট প্রজাতির খঞ্জন দেখা যায়। এরা দেখতে ভীষণ সুন্দর। স্লিম গড়ন। শীতে পরিযায়ী হয়ে আসে। প্রাকৃতিক আবাসস্থল জলাশয়ের কাছাকাছি স্যাঁতসেঁতে ভূমি। শিকারের উপযুক্ত স্থান জলাশয় এলাকা হলেও জলে নেমে শিকার ধরে না। তবে কখনো কখনো পায়ের পাতা ভিজিয়ে কীটপতঙ্গ খেতে দেখা যায়। স্বভাবে চঞ্চল। সব সময় লেজ দুলিয়ে হাঁটে। মিষ্টি সুরে গান গায়। প্রজনন মৌসুমে নিজ বাসভূমে ফিরে যায়। বৈশ্বিক বিস্তৃতি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও পশ্চিম ইউরোপ পর্যন্ত। এদের গড় দৈর্ঘ্য ১৫-১৭ সেন্টিমিটার। ওজন ১৮-২৫ গ্রাম। মাথা উজ্জ্বল হলুদ। ঘাড় কালো। পিঠ শ্বেত স্লেট-ধূসর। ডানার পালক জলপাই ধূসর, সঙ্গে সাদা টান। লেজ কালো। গলা ও দেহতল উজ্জ্বল হলুদ হলেও কালো ছোপ লক্ষ্য করা যায়। চোখ গাঢ় বাদামি। ঠোঁট হলদে ধূসর। পা কালো বাদামি। অন্যদিকে স্ত্রী পাখির মাথার মধ্যখানে কালো টান, দুই পাশ হলদে। থুতনি ও গলা হলদেটে। পিঠ ধূসর। ডানায় কালো-সাদা টান। হলদেটে বুকে কালো মালা সাদৃশ্য রেখ...
ALAS , HOW BEAUTIFUL THIS SCENE IS How many forms of this nature. How beautiful, Every form that fascinates. Red gorgeous anshumali floating on the western horizon are mixed in the sea water. At the end of the day it is merging under the sea. Alas, this form is not to be forgotten. The sailors are returning before sunset Alas, how beautiful this scene is.... This area is Haldia Township River point . When i return home after finishing my work then i saw this scene. You not believe how it is a beautiful sunset. Believe me, even from this photo taken by me but it looked more beautiful from the front .... it is amazing. Date - 08/05.2018
Comments
Post a Comment